নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় ১৮ আরোহীর মৃত্যু, উদ্ধার ১

উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে বিমানবন্দরের পূর্ব পাশের একটি গিরিখাতে বিধ্বস্ত হয়।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, নেপাল, কাঠমান্ডু,
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ছবি: কাঠমান্ডু পোস্ট

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া সুরিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজের ১৮ আরোহীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)।

আজ বুধবার দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে উড্ডয়নকারী পোখারাগামী বিমানটিতে দুই ক্রুসহ মোট ১৯ জন ছিলেন।

উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে বিমানবন্দরের পূর্ব পাশের একটি গিরিখাতে বিধ্বস্ত হয়।

নেপাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ক্যাপ্টেন এম আর শাক্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিনামঙ্গলের কেএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments