ইউক্রেনের বিমানঘাঁটিতে মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করল রাশিয়া

মিগ-২৯ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
মিগ-২৯ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করেছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

দলগিনৎসেভো অঞ্চলের বিমানঘাঁটিতে ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। এই হামলায় মিগ-২৯ যুদ্ধবিমানের পাশাপাশি অন্যান্য সামরিক উপকরণ ও বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই হামলার বিস্তারিত তথ্য ও ছবি প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার রাশিয়া জানিয়েছিল তারা রুশ সীমান্ত থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত মিরগোরদ অঞ্চলের অপর এক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ইউক্রেনের পাঁচটি এসইউ-২৭ যুদ্ধবিমান ধ্বংস করেছে।

এ মাস থেকে ইউক্রেনকে বহুল প্রত্যাশিত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে শুরু করবে মিত্র দেশগুলো। এই বিমানগুলো কোথায় রাখা হবে তা এখনো জানায়নি কিয়েভ।

মিগ-২৯ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
মিগ-২৯ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স

তা সত্ত্বেও, সম্ভাব্য বিমানঘাঁটিগুলোতে আগাম হামলা চালাতে শুরু করেছে রাশিয়া।

যার ফলে এফ-১৬ এর নিরাপত্তা নিশ্চিত করা এবং এগুলোকে কোথায় রাখা হবে, তা এখন ইউক্রেন ও মিত্রদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

1h ago