হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই: ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, নিজেদের উত্তর ফ্রন্টে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ নেই ইসরায়েলের। লেবাননের সংগঠন হিজবুল্লাহ যদি সংযত থাকে, তাহলে সীমান্ত পরিস্থিতি যেমন আছে তেমনই রাখবে ইসরায়েল।
হিজবুল্লাহকে নিশানা করে ইসরায়েলের ছোড়া গোলায় দক্ষিণ লেবাননে ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, নিজেদের উত্তর ফ্রন্টে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ নেই ইসরায়েলের। লেবাননের সংগঠন হিজবুল্লাহ যদি সংযত থাকে, তাহলে সীমান্ত পরিস্থিতি যেমন আছে তেমনই রাখবে ইসরায়েল।

রয়টার্স জানায়, হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় চলছে ইসরায়েলের।

আজ রোববার বিকেলে উত্তর ইসরায়েলজুড়ে হামলার সাইরেন শোনা যায়। দেশটির সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া ৯টি রকেটের মধ্যে তারা ৫টিকে নিষ্ক্রিয় করতে পেরেছে। এর প্রতিক্রিয়ায় রকেট উৎক্ষেপণ স্থলে কামানের গোলা ছুড়ে ইসরায়েলি বাহিনী।

ইয়োভ গ্যালান্ট সাংবাদিকদের বলেন, 'উত্তরে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ আমাদের নেই। আমরা উত্তেজনা আর বাড়াতে চাই না।'

'হিজবুল্লাহ যদি যুদ্ধের পথ বেছে নেয়, তবে তাদের চরম মূল্য দিতে হবে, চরম মূল্য। তবে তারা যদি সংযত থাকে, আমরা তাদের সম্মান জানাব এবং পরিস্থিতি যেমন আছে তেমনই রাখব', যোগ করেন তিনি।
 

Comments

The Daily Star  | English
Photo: Amran Hossain

Bangladesh on the renewable energy race track

A country’s energy mix may even one day override all other issues given the climate crisis we face.

5h ago