কর ফাঁকির মামলায় খালাস পেয়ে মারিয়া রেসা বললেন, সাংবাদিকতা হলো স্বৈরাচারের প্রতিষেধক
কর ফাঁকির ৫ মামলার শেষটিতেও খালাস পেয়েছেন ফিলিপাইনের শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা।
এ রায়কে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিজয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
রায় ঘোষণার পর মারিয়া রেসা বিবিসিকে বলেছেন, 'আপনারা আমাদের প্রজন্মের কণ্ঠস্বর জানেন, আপনাদের বিশ্বাস থাকতে হবে।'
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শাসনামলে মারিয়া রেসার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ৫টি মামলা দায়ের করা হয়েছিল। তবে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন তিনি। মামলাগুলোয় দোষী সাব্যস্ত হলে মারিয়া রেসার ৩৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত।
সেসময় মাদকের বিরুদ্ধে দুতের্তের যুদ্ধ ঘোষণার সমালোচনা করে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিল মারিয়া রেসার নিউজ ওয়েবসাইট র্যাপলার।
ফিলিপাইনে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নির্ভিক সাংবাদিকতার জন্য ২০২১ সালে রাশিয়ার সাংবাদিক দিমিত্রি আন্দ্রেয়েভিচ মুরতাভের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান মারিয়া রেসা।
বিবিসিকে তিনি বলেছেন, 'সাংবাদিকতা হলো স্বৈরাচারের প্রতিষেধক।'
২০২২ সালের জুনে পদত্যাগ করা রদ্রিগো দুতের্তে তার মাদকবিরোধী অভিযানের সময় হাজার হাজার মানুষকে হত্যার ঘটনায় 'মানবতাবিরোধী অপরাধের' দায়ে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের মুখোমুখি হয়েছেন।
Comments