সৌদি আরব ভারতের ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ কৌশলগত অংশীদার: মোদি

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

সৌদি আরব নয়াদিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার দিল্লিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের সঙ্গে বৈঠকের পর মোদি এ মন্তব্য করেন।

দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের সঙ্গে আজ ভারতের জ্বালানি সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।

ইন্ডিয়া-সৌদি আরবিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের বৈঠকের শুরুতে নরেন্দ্র মোদি বলেন, ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা এবং কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে উভয় দেশই বন্ধনে নতুন মাত্রা যোগ করেছে।

'আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। আজকের বৈঠকে আমাদের সম্পর্ক একটি নতুন দিক ও শক্তি পাবে', বলেন তিনি।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ।

অনুষ্ঠানে তিনি বলেন, 'ভারতে এসে আমি খুবই আনন্দিত। জি-২০ সম্মেলনের জন্য ভারতকে অভিনন্দন জানাই।'

'উভয় দেশের জন্য একটি ভালো ভবিষ্যত তৈরি করতে আমরা একসঙ্গে কাজ করব', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

'We stand united as Bangladeshis'

Says Prof Yunus as he hosts religious leaders, vows immediate action if minorities are attacked

Now