ভাগনার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিতে যাচ্ছে যুক্তরাজ্য

রাশিয়ার জাতীয় পতাকা দিবসের র‌্যালিতে ভাগনার গ্রুপের লোগো সম্বলিত পতাকা উড়তে দেখা গেছে। ছবি: রয়টার্স

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে একটি খসড়া আদেশ পার্লামেন্টে পেশ করা হয়েছে। এর ফলে ভাগনার গ্রুপের সম্পদকে 'সন্ত্রাসী সম্পত্তি' হিসেবে তালিকাভুক্তির পাশাপাশি তা বাজেয়াপ্ত করা যাবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান ভাগনার গ্রুপকে 'উগ্র ও ধ্বংসাত্মক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'এটি রাশিয়ার বাইরে ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার হিসেবে কাজ করছিল।' 

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'আইনি দৃষ্টিকোণ থেকে ভাগনার গ্রুপের কোনো অস্তিত্ব নেই।'

ভাগনার গ্রুপ নিয়ে মন্তব্য করারও কিছু নেই বলে জানান তিনি।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভাগনার গ্রুপ ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জুড়ে লুটপাট, নির্যাতন এবং 'বর্বরোচিত হত্যাকাণ্ডে' জড়িত। 

ব্রিটিশ বিবৃতিতে ভাগনার গ্রুপকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলেও অভিহিত করা হয়েছে।

আদেশটি আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভাগনার গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া বা প্রচার করা, এর সভা আয়োজন করা এবং জনসমক্ষে এর লোগো বহন করলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago