সেন্ট পিটার্সবার্গে ফুল-মোমবাতিতে প্রিগোশিন স্মরণ

ভাগনার প্রধান
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভাগনার সেন্টারের সামনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে ইয়েভগেনি প্রিগোশিনকে স্মরণ করেন ভক্তরা। ছবি: রয়টার্স

মস্কোর উত্তরে বিধ্বস্ত হওয়া ব্যক্তিগত উড়োজাহাজে ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন ছিলেন—এমন সংবাদ প্রচারের পর সেন্ট পিটার্সবার্গে ভাগনার গ্রুপের সদরদপ্তরের প্রবেশপথে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করেছেন ভক্তরা।

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত রাতে রুশ কর্তৃপক্ষ সেই বিধ্বস্ত উড়োজাহাজের সবাই নিহত হয়েছেন তা জানানোর পর প্রিগোশিনের ভক্তরা দেশটির অন্যতম প্রধান শহর সেন্ট পিটার্সবার্গে ভাগনার গ্রুপের সদরদপ্তরের সামনে জড়ো হন।

ভিডিওচিত্রে দেখা গেছে, ভক্তরা সেখানে বড় ব্যানারে লিখেছেন, 'ভাগনার পিএমসি, আমরা এক সঙ্গে আছি'।

তারা ভাগনার গ্রুপের সদরদপ্তরের প্রবেশপথে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে প্রিগোশিনকে স্মরণ করেন।

গতকাল রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, মস্কোর উত্তরে বিধ্বস্ত হওয়া ব্যক্তিগত উড়োজাহাজে ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন ছিলেন। বিধ্বস্ত উড়োজাহাজটির ক্রুসহ সবাই নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Consensus reached to establish permanent HC benches in divisional level: Ali Riaz

Broad agreement among parties regarding decentralisation of the judiciary, he said

2h ago