পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩০

পাকিস্তানের সিন্ধু প্রদেশের নওয়াবশাহ শহরের সারহারি রেল স্টেশনের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ যাত্রী নিহত হয়েছেন।
সাহারা রেলস্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত হয়। ছবি: ডন

পাকিস্তানের সিন্ধু প্রদেশের নওয়াবশাহ শহরের সারহারি রেল স্টেশনের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।

তবে দুর্ঘটনাস্থল থেকে সাংঘার জেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়েজ মোহাম্মদ মারি নিহতের সংখ্যা ২০ বলে জানিয়েছেন।

তিনি ডনকে জানান, ২০ জনের মরদেহ এবং আহত ৫০ জনকে সারহারি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। 

হাজারা এক্সপ্রেস নামের ওই ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পথে সারহারি রেলস্টেশনের কাছে ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সেখানে পুলিশসহ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

Comments