রাশিয়া-চীনের উচিত বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে নেতৃত্ব দেওয়া: জিনপিং

Xi Jinping
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং | এএফপির ফাইল ফটো

'বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে' রাশিয়া ও চীনের সঠিক দিকনির্দেশনার নেতৃত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে এক শীর্ষ রুশ রাজনীতিবিদের সঙ্গে বৈঠকে ২  দেশের অংশীদারত্বকে স্বাগতও জানিয়েছেন তিনি। 

আজ সোমবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিসিটিভি জানিয়েছে, চীনের গ্রেট হল অব দ্য পিপলে রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, 'দেশ ও জনগণের মৌলিক স্বার্থের ওপর ভিত্তি করেই কৌশলগতভাবে নিজেদের মধ্যকার সম্পর্কে উন্নয়ন ঘটিয়েছে এই ২ দেশ। উভয় দেশকেই সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকস জোটের মতো বহুপাক্ষিক প্রক্রিয়াগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে হবে এবং বিশ্বব্যাপী শাসনব্যবস্থা সংস্কারের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।'

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বেইজিংয়ের সঙ্গে মস্কোর অর্থনৈতিক ও কূটনীতিক সম্পর্ক আগের চেয়ে জোরদার হয়েছে।

বেইজিংয়ের ভাষ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে তাদের অবস্থান নিরপেক্ষ। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় নিন্দা জানায়নি চীন। তাই কিয়েভের মিত্রদের অভিযোগ, বেইজিং মস্কোর পক্ষই নিয়েছে।

সিসিটিভি জানিয়েছে, আজ ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো বলেছেন, 'বেইজিং ও মস্কোর মধ্যকার কৌশলগত অংশীদারত্ব ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং এই বিকাশ অব্যাহত রয়েছে।'

তিনি আরও বলেন, 'গত মার্চে রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জিনপিংয়ের বৈঠক বেইজিং-মস্কো সম্পর্ক আরও জোরদারে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে।'

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

40m ago