ইমরান খানকে ‘নির্যাতনের’ অভিযোগ আইনজীবীর, অস্বীকার সরকারের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেপ্তারের সময় 'নির্যাতন' করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আলি গওহর।

আজ মঙ্গলবার বিকেলে ইমরান খানকে গ্রেপ্তারের পর আইনজীবী আলি গওহর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ তোলেন।

তবে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

দুটি মামলায় হাজিরা দিতে হাইকোর্টে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান। সেখান থেকে ফেডারেল সরকারের আধা সামরিক বাহিনী তাকে আটক করার পর, আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তখন ইমরান খানের আইনজীবী আলি গওহর গণমাধ্যমকর্মীদের বলেন, গ্রেপ্তারের সময় পিটিআই চেয়ারম্যানকে 'নির্যাতন' করা হয়েছে।

তার দাবি, 'ইমরান খানের মাথায় ও পায়ে আঘাত লেগেছে।' গ্রেপ্তারের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ অবশ্য ইমরান খানকে গ্রেপ্তারের সময় 'মারধর' করার খবর স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসিয়াল টুইটারে বলা হয়েছে, 'তাকে (ইমরান খান) কোনো ধরনের নির্যাতন করা হয়নি।'

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সিনিয়র নেতারা বলছেন, 'ইমরান খানকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি হাজিরা দেননি। রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি) তাকে গ্রেপ্তার করেছে।'

ইমরান খান গ্রেপ্তারের পর রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান দাবি করেছেন।

গ্রেপ্তারের সময় এনএবি কর্মকর্তাদের কাছে ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

HMPV detected in Bangladesh

30-yr-old from Kishoreganj undergoing treatment

1h ago