রাজা তৃতীয় চার্লসের শপথ

ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের ৪০ তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস।

রয়টার্স জানায়, আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই অভিষেক অনুষ্ঠান শুরু হয়। একইসঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও।

রাজা চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। আর্চবিশপ চার্লসের মাথায় ৩৬০ বছর বয়সী সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেন।

রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন এবং আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন।

এ ছাড়া একজন 'একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট' হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।

৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন।

রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পরে রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।

Comments