ম্যারাডোনার মৃত্যু: বিচারের মুখে ৮ চিকিৎসাকর্মী

ম্যারাডোনার মৃত্যু
ফুটবল মহাতারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর জন্য ৮ চিকিৎসাকর্মীর বিচার হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার আদালত। ছবি: রয়টার্স ফাইল ফটোম্যারাডোনার মৃত্যু: বিচারের মুখে ৮ চিকিৎসাকর্মী

ফুটবল মহাতারকা দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর জন্য ৮ চিকিৎসাকর্মীকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার আদালত।

অভিযুক্তদের মধ্যে আছেন—মনস্তত্ত্ববিদ, ক্লিনিক্যাল ডাক্তার, মেডিকেল সমন্বয়কারী, নার্সিং সমন্বয়কারী ও নার্স।

বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার দেশটির আপিল আদালতের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বহু বছর মাদকে আসক্ত থাকা ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান।

অস্ত্রোপচারের ২ সপ্তাহ পর তাকে দেশটির রাজধানী বুয়েনস আইরেসে এক ভাড়া বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর সময় ধারণা করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

২০২১ সালে আর্জেন্টিনার সরকারি কৌঁসুলি ২০ মেডিকেল বিশেষজ্ঞের সমন্বয়ে ১টি প্যানেল গঠন করেন। প্যানেলটি জানিয়েছিল, যথাযথ চিকিৎসা ও ওষুধ পেলে ম্যারাডোনার 'বেঁচে থাকার সম্ভাবনা ছিল'।

২০২২ সালে নিউরোসার্জন লিওপোলদো লুক ও মনস্তত্ত্ববিদ আগুসতিনা কসাচোভসহ এই ৮ অভিযুক্ত ব্যক্তি বুয়েনস আইরেসের উত্তর-পশ্চিমে অবস্থিত সান ইসিদ্রোর আদালতে 'হত্যা মামলার' বিরুদ্ধে আবেদন করেন। অভিযুক্তদের আইনজীবীরা যুক্তি দেন, তাদের বিরুদ্ধে 'অনিচ্ছাকৃত হত্যার' অভিযোগ আনা উচিৎ।

প্রাথমিক অভিযোগে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই, এটা জানা সত্ত্বেও এরকম গুরুতর একজন অসুস্থ ব্যক্তিকে বাড়িতে রেখে 'বেপরোয়াভাবে' চিকিৎসা দেওয়ার অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।

Comments