এইচ৩এন৮ বার্ড ফ্লুতে চীনে প্রথম মানুষের মৃত্যু

ছবি: রয়টার্স

এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে চীনে এক নারীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বার্ড ফ্লুর এই ধরনে আক্রান্ত হয়ে বিশ্বে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

রয়টার্স জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের বাসিন্দা ৫৬ বছর বয়সী ওই নারী এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সাবটাইপ এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত তৃতীয় ব্যক্তি বলে মঙ্গলবার এক বিবৃতিতে উল্লেখ করেছে ডব্লিউএইচও।

গত বছর চীনেই এইচ৩এন৮ বার্ড ফ্লুতে দুজন আক্রান্ত হয়েছিলেন।

গুয়াংডং প্রদেশের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার জানায়, গত মাসে ওই নারীর শরীরে এইচ৩এন৮ শনাক্ত হয়েছিল।

ডব্লিউএইচও জানায়, ওই নারীর শারীরিক আরও জটিলতা ছিল এবং তিনি জীবন্ত মুরগির সংস্পর্শে এসেছিলেন।

অসুস্থ হওয়ার আগে ওই নারী যে কাঁচাবাজারে গিয়েছিলেন, সেখানকার নমুনা পরীক্ষা করে ডব্লিউএইচও জানিয়েছে, ওই বাজারটি সংক্রমণের উৎস হতে পারে।

সাধারণত পাখিরা এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত হয় এবং এতে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। অন্য স্তন্যপায়ী প্রাণীরা এতে আক্রান্ত হলেও মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। 

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago