সিকিমে তুষারধসে ৬ পর্যটক নিহত

সিকিমে তুষারধস
সিকিমের নাথু লা গিরিপথে তুষারধসের পর উদ্ধার কাজে কর্মীরা। ছবি: এনডিটিভি থেকে নেওয়া

পর্যটকদের কাছে আকর্ষণীয় ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের নাথু লা গিরিপথে ভয়াবহ তুষারধসে অন্তত ৬ পর্যটক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিকিমে ভারত-চীন সীমান্তের কাছে নাথু লা গিরিপথে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

গিরিপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ১৪০ ফুট ওপরে।

এ ঘটনায় অন্তত ২২ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমটিকে এক কর্মকর্তা বলেন, 'বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়েছেন।'

এ ছাড়াও, সিকিম পুলিশ, ট্রাভেল অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মী ও গাড়িচালকরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago