রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতের রেকর্ড
ইউক্রেন যুদ্ধের পর ভারত তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া থেকে তেল কেনার নতুন রেকর্ড গড়েছে।
গতকাল রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে প্রতিদিন ১ দশমিক ৬২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ভারত।
চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। দেশটি নিয়মিত ইরাক ও সৌদি আরব থেকে মোট যে পরিমাণ কেনে, তার চেয়েও বেশি পরিমাণ তেল এখন রাশিয়া থেকে কিনছে।
জ্বালানি কার্গোর গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, টানা পঞ্চম মাসের মতো ভারতের আমদানি করা মোট তেলের তিন ভাগের এক ভাগেরও বেশি পরিমাণ তেল এককভাবে রাশিয়া থেকে কেনা হচ্ছে।
সে হিসাবে এখন রাশিয়া এককভাবে ভারতে প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর আগে ভারত তার মোট আমদানিকৃত তেলের ১ শতাংশেরও কম রাশিয়া থেকে নিত। এখন তা বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনতে পারায় দক্ষিণ এশিয়ার দেশটির তেল আমদানির এই চিত্র দেখা যাচ্ছে।
ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, রাশিয়ার তেলের ওপর পশ্চিমের দেশগুলোর বেঁধে দেওয়া ব্যারেলপ্রতি ৬০ ডলারেরও কম দামে ভারত মস্কো থেকে তেল কিনছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, 'রাশিয়া থেকে যা কিছু আমদানি করা হচ্ছে তার চার ভাগের এক ভাগ পণ্যের মূল্য সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে পরিশোধ করা হচ্ছে।'
Comments