জাকার্তায় তেলের ডিপোয় আগুন, মৃত্যু ১৭
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি রাষ্ট্রায়ত্ত তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু ও কয়েক ডজন আহত হয়েছেন। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে, আতঙ্কিত হয়ে মানুষ বাড়ি ছেড়ে চলে গেছে। উত্তর জাকার্তায় জ্বালানি সংস্থা পেরতামিনা পরিচালিত ডিপোর নিকটবর্তী আবাসিক এলাকাগুলো সরিয়ে নিতে বাধ্য হয়।
জাকার্তার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, শুক্রবারের অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছেন।
ডিপার্টমেন্টের প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান বার্তা সংস্থা এএফপিকে বলেন, অগ্নিকাণ্ডের পর নিহত ও আহতদের অনেকেই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
সেনাবাহিনীপ্রধান দুদুং আবদুরচমান সাংবাদিকদের বলেন, আগুন লাগার কয়েক ঘণ্টা পর আগুন নেভানো হয়।
স্থানীয় সময় রাত ৮টার পর আগুনের সূত্রপাত হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির সামরিক প্রধান আবদুর রহমান ও পেরতামিনা বলেছেন, তারা ঘটনার কারণ খতিয়ে দেখছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে এবং আশেপাশের শ্রমিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দিকটি গুরুত্ব দিচ্ছে পেরতামিনা।
তেল ও গ্যাস সংস্থাটির প্রধান নির্বাহী নিক উইদিয়াওয়াতি বলেছেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবে। যেন একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। এ ঘটনায় দেশের জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়নি।
Comments