লিবিয়ায় নৌকাডুবি, অন্তত ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরে চলতি বছরেই ১৩০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। রয়টার্স ফাইল ছবি

লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৭৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ অথবা মারা গেছেন বলে ধারণা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বিবিসি জানায়, গতকাল মঙ্গলবারের এ ঘটনায় ৭ জন বেঁচে গেলেও তারা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

লিবিয়ার রেড ক্রিসেন্ট ও পুলিশ এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে।

আইওএম জানায়, অভিবাসনপ্রত্যাশীদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ ধরে নৌকাটি ইউরোপের দিকে যাচ্ছিল।

ভূমধ্যসাগরের ওপর দিয়ে অত্যন্ত বিপজ্জনক এই যাত্রা করতে গিয়ে চলতি বছরেই ১৩০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।

গত বছর এক হাজার ৪৫০ জনেরও বেশি মৃত্যুর তথ্য রেকর্ড করেছে আইওএম।

আইওএম মুখপাত্র সাফা সেহেলি বলেন, 'এই পরিস্থিতি অসহনীয়।'

তিনি আরও বলেন, 'অনুসন্ধান ও উদ্ধারের ক্ষমতা বাড়াতে এবং বিপজ্জনক যাত্রা কমাতে অভিবাসনের জন্য নিরাপদ ও নিয়মিত পথ তৈরি করতে আরও প্রচেষ্টার প্রয়োজন।'

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

38m ago