তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ২৮ হাজার ছাড়াল

তুরস্কের আদিয়ামানে ভূমিকম্পের তাণ্ডব থেকে বেঁচে গেলেও পরিবারের ৪ সদস্যকে হারিয়েছেন সেহো উইয়ান। ছবি: রয়টার্স
তুরস্কের আদিয়ামানে ভূমিকম্পের তাণ্ডব থেকে বেঁচে গেলেও পরিবারের ৪ সদস্যকে হারিয়েছেন সেহো উইয়ান। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়েছে। 

বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা কর্মীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, তুরস্কে ২৪ হাজার ৬১৭ ও সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। ২ দেশ মিলিয়ে মোট ২৮ হাজার ১৯১ জন মানুষ মারা গেছেন।

কর্মকর্তারা আরও জানান, এই ভূমিকম্পে ১২ হাজার ১৪১ ভবন পুরোপুরি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তুরস্কের আদিয়ামান শহরে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত দলের উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত

গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এদিকে, দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমিকম্পকে '১০০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনা' বলে উল্লেখ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অন্তত ২ কোটি ৬০ লাখ মানুষ এই ভূমিকম্পে প্রভাবিত হয়েছে। সংস্থাটি আরও জানায়, শনিবার তারা তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দাতাদের কাছে ৪২ দশমিক ৮ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago