পানি সংকটে পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আবাসিক ভবনে পানির সংকট সমাধানের দাবিতে পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
পাবনা জেনারেল
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। ছবি: স্টার

আবাসিক ভবনে পানির সংকট সমাধানের দাবিতে পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

আজ বৃহস্পতিবার সারাদিন এ কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের আবাসিক ভবনের বিভিন্ন তলায় পানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও, এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আবাসিক ভবনে পানির ভয়াবহ সংকটের কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বারবার জানিয়ে সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।'

এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর সাংবাদিকদের বলেন, 'পানি সমস্যার সমাধানে গণপূর্ত বিভাগের কর্মীরা ইতিমধ্যে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করা হবে।'

'রোগীদের স্বার্থে ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরার আহবান জানিয়ে আলোচনা অব্যাহত আছে,' বলেন তিনি।

Comments