এমপক্স নিয়ে সতর্কতা, শাহজালালে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা শুরু
এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, 'প্রয়োজনে উপসর্গযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে।'
ডব্লিউএইচও'র ঘোষণার পর গতকাল একটি বৈঠক করে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বৈঠকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিভিন্ন এয়ারলাইনস, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অংশীজনদের সতর্ক থাকার এবং দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স এই মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া ও পাকিস্তান।
Comments