ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৬ জন

ডেঙ্গু
স্টার ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬১ জন ঢাকার বাইরের। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে ৭০৩ জন ঢাকার বাইরের। 

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Govt to announce recruitment of 22,000 officials today

Senior secretary of the Ministry of Public Administration will provide further details at a press conference around 1:00pm

22m ago