ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৯ জন

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে অন্তত ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩ জন ঢাকার বাইরের।
ছবি: সংগৃহীত

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে অন্তত ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩ জন ঢাকার বাইরের।

নতুন এই ৯ জনসহ এ বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০। এদের মধ্যে ৪৫১ জন ঢাকার বাইরের। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য এই কথা জানানো হয়েছে।

তাদের হিসাব বলছে, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে এখন ২৬ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। এদের মধ্যে ১৮ জন ঢাকায় ও ৮ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৮৯৪ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ঢাকার বাইরের ৪৪০ জন।

গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়। আর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২। এদের মধ্যে ২৩ হাজার ১৬২ জন ঢাকার বাইরের।

স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এই রোগ প্রতিরোধে এডিস মশার বাসস্থান ধ্বংস করার কোনো বিকল্প এখনো আবিষ্কার হয়নি। বিশেষজ্ঞরা এডিস মশার বংশবিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানাচ্ছেন।

Comments