ঢামেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত তরুণের মৃত্যু
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক তরুণ মারা গেছেন।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এই তরুণের মৃত্যু হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, 'গত শুক্রবারে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন এই তরুণ। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আমরা তার নিপাহ ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দেই। আজ সন্ধ্যায় পাওয়া ফলাফলে তার নিপাহ ভাইরাস পজিটিভ এসেছে। আজ রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।'
এ নিয়ে চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ৬ জনের মৃত্যু হলো।
ওই তরুণের নাম শাহ আলম (২২)। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়।
শাহ আলমের বোনজামাই রাসেল মিয়া জানান, তিনি রায়পুরাতেই একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন। ২০ থেকে ২৫ দিন আগে এলাকায় ৫ থেকে ৬ জন বন্ধু মিলে খেজুরের রস খেয়েছিল শাহ আলম। গত বৃহস্পতিবার হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। স্থানীয় ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট কিনে খান তিনি। পরদিন শুক্রবার জ্বর আরও বেড়ে যায়, তিনি মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন। এই অবস্থা দেখে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
রাসেল আরও জানান, ঢামেক হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায়। আজ সোমবার সন্ধ্যায় জানানো হয় শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
Comments