২৪ ঘণ্টায় শনাক্ত ১.২০ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২০ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ১.৯৭ শতাংশ এবং বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১.৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের এবং ৫ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ১৫৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

46m ago