ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৩৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২ জন মারা গেছেন। একই সময়ে আরও অন্তত ৯৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর ৮৭ হাজার ৭২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৪৬১ জন মারা গেছেন।

আগস্টে মারা গেছেন ৩০ জন, সেপ্টেম্বরে ৮৭ জন, অক্টোবরে ১৩৮ জন এবং চলতি নভেম্বরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনই ঢাকা উত্তর সিটি এলাকার বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

39m ago