২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৬.৭১ শতাংশ

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৬ দশমিক ৭১ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৬০ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ২১ জন রাজশাহী বিভাগের, ৩ জন রংপুর বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের ও ৯ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। তবে করোনা শনাক্ত হয়েছিল ৩৩৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ১৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

19m ago