শিশুদের জন্য আরও ১৫ লাখ ডোজ ফাইজারের টিকার চালান ঢাকায়
বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দিতে ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র।
শিশুদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া এটি করোনা টিকার দ্বিতীয় চালান।
আজ সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দিতে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে শিশুদের জন্য তৈরি ফাইজারের আরও ১৫ লাখ ডোজ করোনা টিকা দিয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৭ কোটি ৫০ লাখের বেশি ডোজ করোনা টিকা দিয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
এতে আরও জানানো হয়, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে যত টিকা পেয়েছে অনুদান হিসেবে, এর দুই-তৃতীয়াংশেরও বেশি যুক্তরাষ্ট্র থেকে এসেছে।
শিগগিরই সারা দেশে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আগামী ১১ আগস্ট প্রথমবার এবং ২৬ আগস্ট দ্বিতীয়বার টিকা দেওয়া হবে।
Comments