১৬ জেলায় শৈত্যপ্রবাহ

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কমতে পারে রাতের তাপমাত্রা

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কমতে পারে রাতের তাপমাত্রা
ঠান্ডার মধ্যে দিনাজপুর সদর উপজেলার কাটাপাড়া গ্রামের একজন গরু নিয়ে মাঠে যাচ্ছেন। ছবিটি গতকাল শুক্রবার তোলা | ছবি: কংকন কর্মকার/স্টার

মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। এছাড়া ১৬টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ শনিবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি মৌসুমে এটি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২৩ জানুয়ারি চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।

প্রসঙ্গত, তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু, ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ বিবেচনা করা হয়। তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তীব্র শৈত্যপ্রবাহ এবং এর নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তার পরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজশাহী ও রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর ও মৌলভীবাজারের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মোট ১৬টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

'দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। তার পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

9h ago