কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধের পর ২ নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এবং আট ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সকালে কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল পৌনে ৮টায় এই দুই নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ও রাত সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদীতে একটি ও আরিচা-কাজিরহাট নৌপথে দুটি ফেরি আটকে ছিল।
দীর্ঘ সময় দুটি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট এবং মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট ঘাটে আটকে পড়া যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় ১২টি আর আরিচা-কাজিরহাটে নৌপথে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।
Comments