ঢাকায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী-যশোর-খুলনায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত

ঢাকায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী-যশোর-খুলনায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত
স্টার ফাইল ফটো

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯টায় আবওয়াবিদ মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'রাজধানীতে দুপুরের পর বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।'

এই আবহাওয়াবিদ বলেন, 'রাজশাহী, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত আছে। এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।'

তিনি বলেন, 'গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলে হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ২৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।'

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

22m ago