৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ঢাকার তাপমাত্রা ১-৩ ডিগ্রি বাড়তে পারে

৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ঢাকার তাপমাত্রা ১-৩ ডিগ্রি বাড়তে পারে
ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল দেখা গেছে। ছবিটি আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদী মুহাম্মাদ আলোক/স্টার

চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও অতি সামান্য বৃষ্টি হতে পারে।

আজ সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে মোখার প্রভাব শেষ হয়ে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে।'

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago