সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নেবে গভীর নিম্নচাপ, ‘অতি তীব্র’ হতে পারে মোখা
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে 'মোখা'।
আজ বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গভীর নিম্নচাপটি ঘণীভূত হচ্ছে। সেটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় ও অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।'
আজিজুর রহমান বলেন, 'আজকে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়, আগামীকাল সকালে তীব্র ঘূর্ণিঝড় এবং আগামীকাল দিবাগত ভোররাতে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আমরা দেখছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখন যে গতি তাতে ১৪ মে সন্ধ্যায় উপকূল অতিক্রম করতে পারে। তবে এর মধ্যে গতি বাড়তে বা কমতেও পারে।'
আজিজুর রহমান বলেন, 'ঘূর্ণিঝড় কোন দিকে অগ্রসর হবে সেটার ওপর নির্ভর করবে ক্ষয়ক্ষতি। এখনো ঝড় তৈরি হয়নি, আগামীকালের পরে আমরা নিশ্চিত করে বলতে পারব, কোথায় আঘাত হানবে।'
তিনি বলেন, 'রাজশাহী, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। সাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ একেবারে কমে গেছে এবং বায়ুমন্ডলে আদ্রতা বেড়ে গেছে। ১২ মে থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হবে এবং তাপপ্রবাহের প্রবণতা কমে আসবে।'
Comments