অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি: স্টার ফাইল ফটো

দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই বৃষ্টি স্বস্তি এনে দেয় নগরজীবনে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামীকালও চলতে পারে। এর ফলে তাপমাত্রা কমবে, দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে।'

রাজধানীর তেজকুনিপাড়ায় বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে যাচ্ছেন এক রিকশাচালক। ছবি: প্রবীর দাশ/স্টার

গত শনিবার ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর পরদিন তাপমাত্রা আরও বেড়ে হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের সূত্রগুলো জানায়, ১৯৬৫ সালের পর এটিই ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৬৫ সালে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
 

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

2h ago