অপরিকল্পিত অবকাঠামো-অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে সেন্টমার্টিন: সংসদীয় কমিটি

সেন্টমার্টিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, 'অপরিকল্পিত অবকাঠামো এবং অব্যবস্থাপনায় ধ্বংসের দ্বারপ্রান্তে সেন্টমার্টিন। এ অবস্থা চলতে থাকলে আগামী ৫ বছর পর দ্বীপের অবস্থা কী পর্যায়ে যাবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না সন্দেহ।'

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যদের সঙ্গে আজ শনিবার সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

দুপুরে কমিটি প্রথমবারের মতো দ্বীপে বৈঠক করে।দ্বীপের তথ্যসেবা কেন্দ্রে বিকেল ৪টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, 'বর্তমানে দ্বীপের সবখানেই যেন হযবরল অবস্থা, অপরিকল্পিত স্থাপনা। সেন্টমার্টিন দ্বীপকে একটি পরিকল্পিত এবং পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার জন্য সংসদীয় কমিটি সরকারকে জানাবে। ২৫ বছর আগে সেন্টমার্টিনের দ্বীপের অবস্থা এ রকম ছিল না। তখন অনেক গোছানো ছিল। আগামী দিনের সেন্টমার্টিন দ্বীপ গড়ে তুলতে হবে প্রকৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে।'

সভায় স্থায়ী কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও বেগম কানিজ ফাতিমা আহমেদ যোগ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

কমিটি মহেশখালীর সোনাদিয়া দ্বীপ পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে।

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

2h ago