১৫ লাখ টাকা অনুদান পেলেন ৬১ বন পাহারাদার

ছবি: সংগৃহীত

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী বিটের ৬১ জন বন পাহারাদার ও সংরক্ষককে ১৫ লাখ ৩৭ হাজার টাকা দেওয়া হয়েছে।

আজ শনিবার চট্টগ্রামে এই অনুদান উপকারভোগীদের হাতে তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

এ সময় ৪ জন পাহারাদারকে বাইসাইকেল দেওয়া হয়।

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, 'সুফল প্রকল্পের মূল উদ্দেশ্য প্রাকৃতিক বন ফিরিয়ে আনা। বনের ওপর নির্ভরশীলদের জন্য আমরা জীবিকার ব্যবস্থা করছি। ফলে তারা আর বনের গাছ উজাড় করবে না। উল্টো বন পাহারাদার হিসেবে কাজ করবে।'

এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল, হাটহাজারী বিট কাম চেক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

Comments

The Daily Star  | English

Bangladesh-origin NYPD officer killed in Manhattan shooting

Didarul Islam's wife was eight-months pregnant and the couple had two young boys

11m ago