চট্টগ্রামে উদ্ধার সেই হাতিটির অবস্থা ‘আশঙ্কাজনক’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে উদ্ধার সেই হাতিটির অবস্থা আশঙ্কাজনক।
'হাতিটির বাম পা এবং লেজ অবশ হয়ে যাওয়ায় দাঁড়াতে পারছে না, নড়তেও পারছে না,' বলেন কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের পশুচিকিৎসা কর্মকর্তা হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।
তিনি শুক্রবার দ্য ডেইলি স্টারকে আরও বলেন, 'প্রাণীটি পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পারছে না।'
'আমরা বিভিন্ন ধরনের খনিজ, ভিটামিন এবং স্টেরয়েড দিয়েছি। লবণাক্ত পানিও দেওয়া হয়েছে,' বলেন তিনি।
কাদায় আটকে যাওয়ার ২২ ঘণ্টা পর বৃহস্পতিবার গ্রামবাসী সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা হাতিটিকে উদ্ধার করে।
মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর।
Comments