ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহী টুম্পার মৃত্যু
কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার মারা গেল সিংহী টুম্পা। আজ মঙ্গলবার ভোরে সিংহীটি মারা যায় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
তিনি বলেন, 'এশিয়াটিক প্রজাতির সিংহীটির নাম রাখা হয়েছিল টুম্পা। প্রায় দুই মাস ধরে সিংহীটি অসুস্থ। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর ২৮ জানুয়ারি টুম্পার বেবিসিয়া ভাইরাস পজিটিভ হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতে পার্কের কোয়ারেন্টিন সেন্টারে রেখে প্রাণীটির চিকিৎসা চলছিল।'
পার্ক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ জানুয়ারি সিংহী টুম্পা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার পর কয়েকদিন নিয়মিত খাবার খাওয়ার পর আবারও অসুস্থ হয়ে যায়। গত বছর ১৪ ডিসেম্বর থেকে অসুস্থ থাকার পর চলতি মাসের ১ ফেব্রুয়ারি রাসেল নামের আরও একটি সিংহ মারা যায়। সিংহ দুইটির চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধরকে প্রধান করা হয় বোর্ডের।
আজ দুপুরে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন সিংহীটির ময়নাতদন্ত করেন।
মোস্তাকিম বিল্লাহ ও হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, 'প্রায় দুই মাস ধরে সিংহীটির চিকিৎসা চলেছে। টুম্পার বয়স হয়েছিল ১৫ বছর। উন্মুক্ত অবস্থায় পুরুষ সিংহ বেঁচে থাকে ৮ থেকে ১০ বছর এবং আবদ্ধ অবস্থা স্বাভাবিকভাবে আয়ুষ্কাল ১৬ থেকে ২০ বছর।'
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, 'অসুস্থতাজনিত কারণে ১৫ বছর বয়সে সিংহী টুম্পার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে সিংহীটি মাটিচাপা দেওয়া হয়েছে।'
Comments