সাপুড়ের কাছ থেকে বিপন্ন রাজ গোখরা উদ্ধার

সাপটির আনুমানিক ওজন ৭ কেজি এবং এটি প্রায় ১৩ ফুট লম্বা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নাজিরহাটের ঝংকার এলাকায় সাপুড়ের কাছ থেকে বিপন্ন প্রজাতির একটি রাজ গোখরা বা কিং কোবরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

গতকাল রোববার রাত ২টার দিকে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হলেও সাপুড়েকে আটক করতে পারেনি বন বিভাগের লোকজন।

উদ্ধার করা সাপটির আনুমানিক ওজন ৭ কেজি এবং এটি প্রায় ১৩ ফুট লম্বা।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী, অনুমতি ছাড়া বন্যপ্রাণী নিজ হেফাজত রাখা কিংবা বেচাকেনা করা অবৈধ বলে জানিয়েছেন বন বিভাগের হাটহাজারী রেঞ্জের সহযোগী রেঞ্জার ফজলুল কাদের চৌধুরী।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই সাপুড়ের বসতবাড়িতে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করি। অভিযানের খবর পেয়ে সাপুড়ে পালিয়ে গিয়েছিল। তাকে খুঁজে পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'

'আমরা সাপটি উদ্ধার করে রেসকিউ টিমের হেফাজতে রেখেছি। পরবর্তী ব্যবস্থা হিসেবে এটিকে আমরা সাফারি পার্কে পাঠাব', যোগ করেন তিনি।

ফজলুল কাদের চৌধুরী আরও বলেন, 'বিশ্বে বিষধর সাপের মধ্যে আকারে সবচেয়ে বড় প্রজাতির এই রাজ গোখরা সাপ কিং কোবরা নামে পরিচিত। গভীর জঙ্গলে বসবাসকারী রাজ গোখরা খুব কমই লোকালয়ে দেখা যায়।'

আইইউসিএন (প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ) সাপের এই প্রজাতিটিকে বিপন্ন হিসেবে ঘোষণা করেছে।

Comments

The Daily Star  | English

Incorporate ‘July Declaration’ into constitution by Aug 5

Demands Nahid at Sherpur rally, warns of mass rally in Dhaka

58m ago