চট্টগ্রামে বিক্রির সময় ২৫টি পাখি উদ্ধার

উদ্ধারের পর এসব পাখি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার নুপুর মার্কেটের একটি দোকানে খাঁচায় রেখে বিক্রির সময় ২৫টি পাখি উদ্ধার করা হয়েছে।

এগুলোর মধ্যে ৬টি টিয়া পাখি, ১৮টি মুনিয়া ও ১টি ময়না পাখি।

রোববার সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে এসব পাখি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বন্যপ্রাণী আইন অনুযায়ী এসব পাখি বিক্রি অবৈধ। তাই আমরা এগুলো উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago