চট্টগ্রামে বিক্রির সময় ২৫টি পাখি উদ্ধার

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার নুপুর মার্কেটের একটি দোকানে খাঁচায় রেখে বিক্রির সময় ২৫টি পাখি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর এসব পাখি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার নুপুর মার্কেটের একটি দোকানে খাঁচায় রেখে বিক্রির সময় ২৫টি পাখি উদ্ধার করা হয়েছে।

এগুলোর মধ্যে ৬টি টিয়া পাখি, ১৮টি মুনিয়া ও ১টি ময়না পাখি।

রোববার সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে এসব পাখি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বন্যপ্রাণী আইন অনুযায়ী এসব পাখি বিক্রি অবৈধ। তাই আমরা এগুলো উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিয়েছি।'

Comments