পদ্মায় জেলের জালে মিঠা পানির কুমির

৩৫ কেজি ওজনের মিঠা পানির কুমিরটি গতকাল রাতেই পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় শুক্রবার সন্ধ্যায় পদ্মার হার্ডিং ব্রিজ সংলগ্ন নদীতে জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি কুমির ধরা পড়ে। বনবিভাগের কর্মকর্তারা এটিকে মিঠা পানির কুমির চিহ্নিত করে গতকাল রাতেই পদ্মা নদীতে অবমুক্ত করেন।

কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা জিএম মো. কবির জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পদ্মা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় জেলে আবুল কালাম আজাদের জালে আটকে যায় কুমিরটি।

তিনি জানান, এ ধরনের কুমিরকে মিঠা পানির কুমির বলা হয়। এটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মতো। বাদামি রংয়ের এই কুমিরটির ওজন প্রায় ৩৫ কেজি। এটি পদ্মার ভারত অংশে বেশি দেখা যায়। তার ধারণা করা হচ্ছে, গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় এটি এখানে আসতে পারে। এ ধরনের কুমির পদ্মাতে আগে দেখতে পাওয়া যায়নি।

জালে কুমির আটক হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কুমিরটিকে একনজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করা হয়।

Comments

The Daily Star  | English

Ruined, Gaza hopes for respite

Israeli keeps pounding the Palestinian enclave as hours left for ceasefire to take effect

1h ago