উন্মুক্ত দরপত্রে কম দামে তেল কিনে সাশ্রয় ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
দরপত্র উন্মুক্ত করে দেওয়ায় আগের চেয়ে ৩৫ শতাংশ কম দামে তেল কেনা সম্ভব হচ্ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এর ফলে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা জানান।
ফাওজুল কবির বলেন, 'আমাদের এখান থেকে প্রতিযোগিতা নির্বাসিত হয়েছিল। কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। অমুকের পরিচয় আছে, ভোলার গ্যাসের একচেটিয়া কাজ নিয়ে নিলেন। আমরা উন্মুক্ত করে দিয়েছি।'
'২০১০ সালের কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রকিউরমেন্ট হবে না এবং এটার সুবিধা আমরা এখনই পেতে শুরু করেছি,' যোগ করেন তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, 'তেল আমদানির ক্ষেত্রে রিফাইনারি না থাকলেও বড় ব্যবসায়ীদের টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আগে যেখানে চার-পাঁচজন অংশ নিতো, গতবার আমরা ১২ জনকে পাই। এখন আমরা ৩৫ শতাংশ দাম কম পাই। আমরা ৩৭০ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছি।'
এলএনজি আমদানিও উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments