গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত সামিটের এলএনজি টার্মিনাল
সামিট গ্রুপের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তিন মাসের বেশি সময় ধরে টার্মিনালটি বন্ধ থাকার পর এটি আজ থেকে কাজের জন্য প্রস্তুত বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে চালু হলেও এলএনজি টার্মিনাল থেকে এখনই গ্যাস সরবরাহ শুরু হচ্ছে না।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সামিট গ্রুপ জানায়, দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করার জন্য সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি এখন তৈরি আছে।
২৭ মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে টার্মিনালটির কার্যক্রম বন্ধ ছিল।
এর ফলে দেশে এলএনজি সরবরাহ গত সাড়ে তিন মাসে ১ হাজার ১০০ এমএমসিএফডি থেকে ৬০০ এমএমসিএফডিতে নেমে এসেছে।
Comments