রাত ৮টার পর শপিং মল-বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের আহ্বান বিদ্যুৎ বিভাগের

Eid shopping
ছবি: স্টার ফাইল ফটো

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাত ৮টার পর শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সোমবার এ আহ্বান জানিয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশে বিদ্যুৎ বিভাগ বলে, 'বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং একইসঙ্গে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে।'

বিজ্ঞপ্তিতে সাতটি নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এগুলো হলো—

  • রাত ৮টার পর শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখুন।
  • নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিং মল, পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকুন।
  • সরকারি নির্দেশনা অনুযায়ী হলিডে স্ট্যাগারিং প্রতিপালন করুন।
  • এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে রাখুন।
  • দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকুন।
  • বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকুন।
  • বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

বিদ্যুৎ সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য ১৬৯৯৯ হট লাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Comments

The Daily Star  | English

Horrified with 'Aynaghar', Yunus says 'never again'

After visiting Aynaghar, Yunus expressed deep concern over the human rights violations that took place under the previous government

37m ago