৩৯ কূপ থেকে ১০৫৩ কোটি টাকার গ্যাস বিক্রি বিজিএফসিএলের

রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিজিএফসিএলের ৬৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ তাদের পরিচালিত পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে ২০২২-২৩ অর্থবছরে ১০৫৩ কোটি টাকার গ্যাস এবং ১০১ কোটি টাকার পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি করেছে। সদ্য বিদায়ী অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে ৯৩৫ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজিএফসিএলের ৬৮তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সুলতান ও পরিচালনা পর্ষদের পরিচালক এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।

বিজিএফসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএফসিএলের পাঁচটি গ্যাস ক্ষেত্রের উৎপাদনরত ৩৯টি কূপ থেকে ২০২২-২৩ অর্থবছরে প্রতিদিন গড়ে ৫৯৮ মিলিয়ন ঘটফুট গ্যাস এবং গ্যাসের উপজাত হিসেবে দৈনিক ৪০০ ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়েছে। আলোচ্য অর্থবছরে ৬১৭৪ দশমিক ৩৫ এমএমসিএম গ্যাস বিক্রি বাবদ ১০৫৩ দশমিক ৬০ কোটি টাকা এবং ২৩০ দশমিক ৩৯ লাখ পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি বাবদ ১০১ দশমিক ৯০ কোটি টাকা আয় করেছে। বিদায়ী অর্থবছরে সরকারি কোষাগারে ৯৩৫ দশমিক ৩২ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

5h ago