গ্রিড বিপর্যয়: ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না সাভার ও ঢাকার কিছু এলাকায়

প্রতীকী ছবি: সংগৃহীত

গ্রিড বিপর্যয়ের কারণে এক থেকে প্রায় চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল রাজধানীর ঢাকার কিছু এলাকা ও সাভার।

আজ শুক্রবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান জানান, গতকাল দিনগত রাত পৌনে ১২টার দিকে ২৩০ কেভি সার্কিট ব্রেকার বিস্ফোরিত হয়ে যায়। এর ফলে আমিনবাজার, সাভার, মিরপুর, কল্যাণপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, সাতমসজিদ রোড ও ধানমন্ডির আশেপাশের এলাকায় ওই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

'রাত ১টা ২৬ মিনিট নাগাদ সার্কিট ব্রেকার ঠিক করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করি। প্রথমে আমরা গণভবনের সংযোগ ঠিক করেছি। এরপর ভোর সাড়ে চারটার মধ্যে একের পর এক সব এলাকায় সংযোগ ঠিক করা হয়', বলেন তিনি।

সার্কিট ব্রেকার একটি বৈদ্যুতিক স্যুইচ যা একটি বৈদ্যুতিক সার্কিটকে অতিরিক্ত বিদ্যুৎ বা অতিরিক্ত লোড বা শর্ট সার্কিটে সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে।

বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়।

ধানমন্ডির এক বাসিন্দা বলেন, 'বৃষ্টি হলেও বিদ্যুৎ না থাকায় পরিবেশ দমবন্ধ হওয়ার মতো ছিল।'

'দমবন্ধ পরিবেশের কারণে আমরা সারারাত ঘুমাতে পারিনি। সকাল সাড়ে ৫টার দিকে এখানে পুনরায় বিদ্যুৎ সংযোগ ঠিক করা হয়', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago