দেশে বায়ুবিদ্যুৎ প্রকল্পে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় ডেনমার্ক

বায়ুবিদ্যুৎ
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে চায় ডেনমার্ক। ছবি: সংগৃহীত

'মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা'র সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ প্রকল্পে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৪ হাজার ১৭০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ডেনমার্ক।

গতকাল মঙ্গলবার কোপেনহেগেন অফশোর পার্টনার্সের নিউ মার্কেট বিভাগের পরিচালক রেনে ফন বুলভের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন ও বিনিয়োগে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোপেনহেগেন ইনফ্রাসটাকচার পার্টনারস (সিআইপি) ও কোপেনহেগেন অফশোর পার্টনারস (সিওপি) প্রাথমিকভাবে বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে বায়ুশক্তি থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

নবায়নযোগ্য শক্তির দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে শীর্ষ বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী দেশ ডেনমার্ক এই প্রস্তাব দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুশক্তির সর্বোচ্চ ব্যবহারের সুযোগ সৃষ্টিতে এই প্রকল্প অবদান রাখবে উল্লেখ করে এতে আরও বলা হয়, এই বিনিয়োগ প্রস্তাব এমন সময় দেওয়া হয়েছে যখন দক্ষিণ এশিয়ার এই দেশটি ব্যাপক হারে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। এমনকি, দেশটির অর্থনীতি মূল্যস্ফীতির কারণে সংকটে আছে।

গত জুনে বাংলাদেশ ও ডেনমার্ক ৫ বছরের জন্য 'জয়েন্ট অ্যাকশন প্ল্যান' অনুমোদন করেছে। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ুনীতিমন্ত্রী দান জরগেনসনের সাম্প্রতিক ঢাকা সফরের সময় ২ পক্ষ বাংলাদেশে টেকসই উন্নয়নের জন্য গ্রিন টেকনোলজি ব্যবহার ও এই খাতে বিনিয়োগের বিষয়ে কাজ করতে সম্মত হয়।

২ পক্ষই বাংলাদেশে ডেনিশ বিনিয়োগের গুরুত্ব উপলব্ধি করায় ডেনমার্ক এ দেশে নবায়নযোগ্য শক্তি ও ব্লু ইকোনমিসহ অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

৩০ বছর মেয়াদি এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে বলা হয়, এটি বাস্তবায়নের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের চাকরির সুযোগ হবে।

ডেনমার্কের সিআইপি ও সিওপি প্রতিষ্ঠান ২টি বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় অন্যতম শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট গ্রুপকে এই প্রকল্পে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

23m ago