রূপগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, ১২ ঘণ্টা পর গ্যাস সরবরাহ শুরু

নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, তিতাস গ্যাস,
ছবি ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সরবরাহ লাইনে লিকেজ দেখা দেওয়ায় আশপাশের কয়েকটি এলাকায় অন্তত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

বৃহস্পতিবার সকালে উপজেলার রূপসী এলাকায় কাঞ্চন-রূপসী সড়কের নিচ দিয়ে যাওয়া তিতাসের একটি গ্যাস সরবরাহ লাইনে বড় ধরনের লিকেজ দেখা দেয়। এরপর সকাল ১০টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে লিকেজ মেরামত শুরু হয় এবং রাত ১০ দশটার দিকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও বিপণন শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুরুজ আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'রূপসী এলাকায় তিতাসের বড় একটি সরবরাহ লাইনে লিকেজ দেখা দেয়। সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সকাল ১০টায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। ঝড়-বৃষ্টির কারণে মেরামতের কাজ করতে একটু সমস্যা হয়েছে। তবে লিকেজ মেরামতের পর রাত ১০টা থেকে আবারও গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।'

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সড়কের পাশে ম্যানহোলের ভেতর থেকে তীব্র বেগে গ্যাস বের হতে দেখতে পান তারা। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং তিতাস কর্তৃপক্ষকে খবর দেন। পরে তিতাসের লোক এসে গ্যাস সরবরাহ বন্ধ করে দেন।

এ ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল উপজেলার রূপসী, মুড়াপাড়া, যাত্রামুড়া, বরাব, তারাব, মাছিমপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায়। এতে ভোগান্তি পোহাতে হয় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের।

এর আগে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গ্যাসের পাইপ লাইন সংস্কার কাজের জন্য গত ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ৭২ ঘণ্টা রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

11h ago