আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি

বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার বিইআরসি এ তথ্য জানিয়েছে।

বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, 'বিতরণ কোম্পানি, ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ ও পিডিবির আবেদনে তথ্যের অস্পষ্টতা থাকায় বিদ্যুতের দামবৃদ্ধির আবেদন বিবেচনা করা হয়নি।'

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চাইলে আগামী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের রিভিউ আবেদন করতে পারবে।

এর আগে গত ১১ অক্টোবর বিইআরসি সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান বলেন, 'বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে তারা। ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। পরবর্তীতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বিষয়টি জানানো হয় সরকারের তরফ থেকে।'

আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে বিদ্যুতের দাম ঘোষণা করার কথা। সেই হিসাবে আজ বিদ্যুতের দাম ঘোষণা করার কথা জানায় বিইআরসি। সেই ঘোষণায় আজ তারা জানাল যে, আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না।

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হয় পিডিবির জন্য। পিডিবি গ্রাহক পর্যায়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এই দামে বিদ্যুৎ সরবরাহ করে। কারিগরি কমিটি তাদের সুপারিশে বলেছে, ভোক্তা পর্যায়ে দাম না বাড়ালে পাইকারি মূল্যহার কার্যকর করা সম্ভব হবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই দাম বৃদ্ধির প্রভাব গ্রাহকদের ওপরও পড়বে।

Comments

The Daily Star  | English

Govt to revise NBR overhaul plan amid protests

The ministry urged the protesting NBR officials to withdraw their strike

42m ago