খুলনা ট্যাংক-লরি মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

ছবি: স্টার

জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি। খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

রোববার বিকেলে বাংলাদেশ ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে তিনি জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংক-লরির ভাড়া না বাড়ানোর আশ্বাস দেন। ফলে, আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংক-লরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago