বিশ্বের তাপমাত্রা সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

আমাদের অত্যধিক উত্তপ্ত পৃথিবী আগামী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তাপমাত্রা বৃদ্ধির একটি সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ। এতে মেরু ভালুকের জীবন হুমকিতে পড়েছে। ছবি: রয়টার্স

আমাদের অত্যধিক উত্তপ্ত পৃথিবী আগামী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তাপমাত্রা বৃদ্ধির একটি সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

বিবিসি জানায়, এখন থেকে ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের ৬৬ শতাংশ সম্ভাবনা আছে।

মানুষের প্রাত্যহিক কাজে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ও গ্রীষ্মে প্রত্যাশিত এল নিনোর কারণে এ সম্ভাবনা বাড়ছে বলে জানান গবেষকরা।

যদি বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির এই সর্বোচ্চ সীমা অতিক্রম করে তা উদ্বেগের, তবে এটি সম্ভবত অস্থায়ী হবে।

বৈশ্বিক তাপমাত্রা সর্বোচ্চ সীমা অতিক্রমের অর্থ হলো- ১৯ শতকের দ্বিতীয়ার্ধের তুলনায় (শিল্পায়ন থেকে জীবাশ্ম জ্বালানি নির্গমন শুরু হওয়ার আগে) পৃথিবী ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ হয়ে উঠবে।

২০১৫ সালে জলবায়ুসংক্রান্ত প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল দেশগুলো।

এক বা দুই দশক ধরে প্রতি বছর বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে সেই উষ্ণায়নের মারাত্মক প্রভাব দেখা দেবে। যেমন: তাপপ্রবাহ দীর্ঘতর হবে, ঝড় ও দাবানল আরও তীব্র হবে।

তবে বিজ্ঞানীরা বলছেন, গ্রিনহাউজ গ্যাস নির্গমন তীব্রভাবে কমিয়ে বৈশ্বিক উষ্ণায়নকে সীমাবদ্ধ রাখার এখনো সময় আছে। এজন্য দেশগুলোর সমন্বিত উদ্যোগ দরকার।

Comments